ফসল : পুঁইশাক
জাতের নাম : বারি পুঁইশাক-২
জনপ্রিয় নাম : নেই
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ৫০-৯৬
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
চারা অবস্থায় পুরো গাছ সবুজ রংয়ের থাকে। পাতা বড়, নরম ও সবুজ। মধ্যম শাখা-প্রশাখা যুক্ত, কান্ডটি বেশ মোটা ও মাংসল এবং ঘন ঘন পাতা সংগ্রহপযোগী।
শতক প্রতি ফলন (কেজি) : ১৯০ - ২০০
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৮ - ১০ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : খরিফ- ১
বপনের উপযুক্ত সময় :
চৈত্র-ভাদ্র (মার্চ-আগস্ট)
ফসল তোলার সময় :
বীজ বোনার ৩০-৩৫ দিনের মধ্যে।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।