ফসল : গোল মরিচ

জাতের নাম : জৈন্তা

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

জাতের ধরণ : স্থানীয় জাত

জাতের বৈশিষ্ট্য :

খরিপ মৌসুমে চাষের উপযোগী, রোপণ থেকে ফল সংগ্রহ পর্যন্ত প্রায় ৪-৫ বছর সময় লাগে। ১০- ১৫ বছর বাঁচে। রোগ ও পোকার আক্রমণ তেমন নেই। ১ বছর ঘরে মজুত করে রাখা যায়।

শতক প্রতি ফলন (কেজি) : ৮ - ৯

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৬ - ৭ টি

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

মে-জুন (বৈশাখ- জ্যৈষ্ঠ)

ফসল তোলার সময় :

মে-জুন মাসে ফুল আসে এবং ৬-৮ মাস পর ফল তোলা যায়।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১৮/০২/২০১৮