ফসল : লিচু
বাংলা মাসের নাম : বৈশাখ
ইংরেজি মাসের নাম : এপ্রিল
ফসল ফলনের সময়কাল : খরিফ- ১
দুর্যোগের নাম : খরা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
সেচ যন্ত্র জোগাড় করে রাখতে হবে, বাগান পরিস্কার রাখতে হবে এবং বাগানের চারিদিকে উচু করে আইল বেধে রাখতে হবে।
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
মাটি ও ফল আসার অবস্থা বুঝে সেচ দিতে হবে।
দুর্যোগ পূর্ববার্তা : ইলেক্ট্রনিক গণ মাধ্যমে আবহাওয়া বার্তা শোনা অথবা ইন্টারনেট থেকে তথ্য নেয়া।
প্রস্তুতি : সেচের পানির উৎস জানতে হবে, সেচ যন্ত্র জোগাড় করে রাখতে হবে।
তথ্যের উৎস :
জলবায়ু পরিবর্তন ও কৃষি, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, কৃষিবিদ ডঃ আবু ওয়ালী রাগিব হাসান, ২০১৩।