ফসল : ফেলন
বাংলা মাসের নাম : শ্রাবণ
ইংরেজি মাসের নাম : অগাস্ট
ফসল ফলনের সময়কাল : রবি
দুর্যোগের নাম : অতি বর্ষণ
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
অতিরিক্ত পানি বের করে দিন।
প্রস্তুতি : নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ এবং অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য জমিতে নালা রাখুন।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।