ফসল : পাট
বাংলা মাসের নাম : চৈত্র
ইংরেজি মাসের নাম : মার্চ
ফসল ফলনের সময়কাল : খরিফ- ১ , খরিফ-২
দুর্যোগের নাম : খরা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
খরা দেখা দিলে জমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা।
দুর্যোগ পূর্ববার্তা : খরা দেখা দিলে সম্পূরক সেচ দিন।
প্রস্তুতি : দুর্যোগকালে তাড়াতাড়ি পাট কেটে ফেলা এবং পরবর্তী ফসলের আবাদের ব্যবস্থা নেয়া।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।