ফসল : তরমুজ

বাংলা মাসের নাম : বৈশাখ

ইংরেজি মাসের নাম : মে

ফসল ফলনের সময়কাল : খরিফ- ১

দুর্যোগের নাম : অতিবৃষ্টি/ শিলা বৃষ্টি

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

ফল পরিপক্ক হলে তা তুলে ফেলতে হবে। কৃষি বিষয়ক তথ্য পেতে প্রবেশ করুন- 

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

কৃষি তথ্য সার্ভিস (এআইএস)

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

ব্যাপক ক্ষতি হলে পরবর্তী ফসল হিসেবে বোনা আমন রোপা পদ্ধতিতে আবাদ।

দুর্যোগ পূর্ববার্তা : নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ এবং অতিরিক্ত পানি বের হওয়ার জন্য জমিতে নালা রাখা।

প্রস্তুতি : পানি যাতে জমি থেকে সরে যায় তার ব্যবস্থা করতে হবে। জো বুঝে গাছের গোড়ার মাটি আলগা করে দেয়া যেতে পারে। চারা গাছ হেলে পড়ে গেলে সোজা করে দিতে হবে। প্রয়োজনে চারা গাছে খুঁটি বেঁধে দিতে হবে।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।