ফসল : মিষ্টি আলু

বাংলা মাসের নাম : বৈশাখ

ইংরেজি মাসের নাম : এপ্রিল

ফসল ফলনের সময়কাল : রবি

দুর্যোগের নাম : আগাম বৃষ্টি / বন্যা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

ফসল তোলায় কার্যক্রমের প্রস্তুতি রাখা।

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

তাড়াতাড়ি ফসল ও বীজলতা তুলে আনুন।

প্রস্তুতি : ফসল তোলায় দেরি না করণ।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।