ফসল : রসুন
বাংলা মাসের নাম : শ্রাবণ
ইংরেজি মাসের নাম : জুলাই
ফসল ফলনের সময়কাল : রবি , খরিফ- ১
দুর্যোগের নাম : অতিবৃষ্টি
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
নিষ্কাশন নালা প্রস্তত রাখুন।
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
তাড়াতাড়ি অতিরিক্ত বৃষ্টির পানি বের করার ব্যবস্থা করুন।
দুর্যোগ পূর্ববার্তা : গণ মাধ্যমে বার্তা শোনা
প্রস্তুতি : সারিতে বুনুন, যাতে জমির অতিরিক্ত বৃষ্টির পানি বের করার নালা রাখুন। বাত্তি ফসল তুলে ফেলুন।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।