ফসল : কলা

বাংলা মাসের নাম : চৈত্র

ইংরেজি মাসের নাম : এপ্রিল

ফসল ফলনের সময়কাল : সারা বছর

দুর্যোগের নাম : খরা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

 সেচ নালা ,সেচ যন্ত্র প্রস্তত রাখুন।

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

ঝাঁঝরি/ঝরনা দিয়ে সেচ দিন।

দুর্যোগ পূর্ববার্তা : গণ মাধ্যমে বার্তা শোনা।

প্রস্তুতি : সারিতে বুনুন, যাতে জমিতে সেচের পানি সমানভাবে দেওয়া যায়। বাত্তি ফসল তুলে ফেলুন।

তথ্যের উৎস :

জলবায়ু পরিবর্তন কৃষিতে অভিযোজন- ড আবু ওয়ালী রাগিব হাসান ও অন্যান্য, ফেব্রুয়ারি, ২০১৪।