ফসল : ধান

বাংলা মাসের নাম : অগ্রহায়ণ

ইংরেজি মাসের নাম : ডিসেম্বর

দুর্যোগের নাম : লবণাক্ততা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

লবণাক্ত সহিষ্ণু আগাম জাতের পরিকল্পনা যেমন বোরো মৌসুমে ব্রি ধান৪৭ এবং আমন মৌসুমে ব্রি ধান৪০, ব্রি ধান৪১, ব্রি ধান৫৩, ব্রি ধান৫৪ এর চাষ করুন।দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকায় খরিপ মৌসুমে কৃষকেরা শুধুমাত্র বৃষ্টিপাত নির্ভরশীল আমন ধানের আবাদ করে থাকে। উক্ত এলাকায় রবি ও খরিফ মৌসুমে যখন মাটিতে লবণাক্ততার পরিমান বাড়ে সে সময়ে লবনাক্ততা দূর করার জন্য ফসলের সেচের চাহিদার অতিরিক্ত নিদিষ্ট স্বাদু পানি বা মৃদু লবনাক্ত পানি প্রয়োগ করে মাটির লবনাক্ততা কমিয়ে রবি ও খরিফ ১ মৌসুমে বাড়তি ২ টি ফসল উৎপাদন করা যায়।

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

বিঘা প্রতি ৩০০-৪০০ কেজি ছাই প্রয়োগ করুন।

তথ্যের উৎস :

আধুনিক ধানের চাষ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), ২০তম সংস্করণ, জুন-২০১৭।

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।