ফসল : মুগ ডাল

বাংলা মাসের নাম : বৈশাখ

ইংরেজি মাসের নাম : এপ্রিল

ফসল ফলনের সময়কাল : খরিফ- ১

দুর্যোগের নাম : খরা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

বারি মুগ-৬ এর প্রধান বৈশিস্ট্য হল লবনাক্ত এলাকায় আমন ধান কর্তনের পর মধ্য-ডিসেম্বরের মধ্যে মুগ ডালের এই জাত চাষ করে খরা এড়ানো যায়।

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

খরা পরিহার করার জন্য সম্পূরক সেচ দিন।

প্রস্তুতি : নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭