ফসল : মাসকলাই

বাংলা মাসের নাম : জ্যৈষ্ঠ

ইংরেজি মাসের নাম : মে

ফসল ফলনের সময়কাল : খরিফ- ১

দুর্যোগের নাম : অতিবৃষ্টি জনিত জলাদ্ধতা

দুর্যোগ পূর্বপ্রস্তুতি :

জমির পানি বের করার জন্য নালা তৈরির প্রস্তুতি রাখুন।

দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :

জমির পানি বের করার জন্য নালা কেটে দিন।

কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন

প্রস্তুতি : জলাদ্ধতা অসহনীয় বিধায় নালা তৈরির ব্যবস্থা নিন।

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।