ফসল : আলু
বাংলা মাসের নাম : চৈত্র
ইংরেজি মাসের নাম : এপ্রিল
ফসল ফলনের সময়কাল : রবি
দুর্যোগের নাম : ভারী বৃষ্টি
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
ফল পরিপক্ক হলে তা তুলে ফেলুন।
কৃষি আবহাওয়ার তথ্য পেতে ক্লিক করুন
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
অতিরিক্ত পানি দ্রুত বের করে দিন ।
প্রস্তুতি : নালা তৈরি রাখুন যাতে অতিরিক্ত পানি দ্রুত বের করে দেয়া যায়।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি,বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল , নভেম্বর, ২০১৩ ।