ফসল : ডাঁটা শাক
বাংলা মাসের নাম : শ্রাবণ
ইংরেজি মাসের নাম : অগাস্ট
ফসল ফলনের সময়কাল : সারা বছর
দুর্যোগের নাম : অতিবৃষ্টি ও জলাবদ্ধতা
দুর্যোগ পূর্বপ্রস্তুতি :
জমির পানি বের করার জন্য নালা তৈরি ও মেরামত করে রাখুন ।
দুর্যোগকালীন/দুর্যোগ পরবর্তী প্রস্তুতি :
জমির পানি বের করার জন্য নালা কেটে দিন।
প্রস্তুতি : পানি বের করে দিতে নালা তৈরি ও মেরামত করে রাখুন।
তথ্যের উৎস :
দক্ষিণাঞ্চলের উপযোগী কৃষি প্রযুক্তি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, নভেম্বর, ২০১৩।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ২৭/১০/২০১৮