ফসল : কলা

রোগের নাম : কৃমি রোগ

রোগের কারণ : কৃমি

ক্ষতির ধরণ : কৃমি শিকড়ে আক্রমণ করে ক্ষত করে। ক্ষত স্থান দিয়ে ব্যাকটেরিয়া ও ছত্রাক জীবাণু প্রবেশ করে শিকড় পচিয়ে ফেলে। শিকড় মাটি আঁকড়ে থাকার ক্ষমতা হারায়। আক্রান্ত গাছ সহজে পড়ে যায়।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : শিকড় , গোঁড়া

ব্যবস্থাপনা :

বছরে ৩-৪ বার জমিতে ফুরাডান ৫ জি বা বিস্টারেন ৫জি ৪৫-৬০ কেজি / হেক্টর প্রয়োগ করুন।

বালাইনাশক সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

২-৩ বছর শস্য পর্যায় অবলম্বন করা ও কলা চাষ একই জমিতে বার বার না করা। ১০-১২ মাসের জন্য কলার জমি পতিত রাখা।

অন্যান্য :

আক্রান্ত চারার গোঁড়ায় কালো দাগ থাকলে তা চেঁছে তুলে ফেলা। আক্রান্ত চারার গোঁড়া গরম পানিতে ( ৫৫ ডিগ্রি সে. ) ২০ মিনিট ডুবিয়ে রাখা।  

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।