কলা এর সেচের তথ্য

ফসল : কলা

সেচ ব্যবস্থাপনা :

মাটিতে পর্যাপ্ত রস না থাকলে তখনই সেচ দিন। শুকনো মৌসুমে ১০-১৫ দিন পর সেচ দিন। জমিতে রসের অভাব থাকলে সেচ দিতে হবে।

সেচ ও নিকাশ পদ্ধতি :

1 : বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি জমিতে জমতে দিবেন না ।এর পর জো এলে কোদাল/নিড়ানি দিয়ে মাটির ওপরের চটা ভেঙে দিন ।


লবণাক্ত এলাকায় সেচ প্রযুক্তি :

কলসি বা ঝাঁঝরি দিয়ে ঝরনা সেচ দিন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭