ফসল : আনারস

রোগের নাম : আনারসের কান্ড পচা

রোগের কারণ : ছত্রাক

ক্ষতির ধরণ : পাতার গোড়া পচে যায় ও দুর্গন্ধ বের হয়। পাতা টান দিলে গোড়া থেকে উঠে আসে।

ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড

ব্যবস্থাপনা :

রোগ দেখা দিলে গাছ ভিজিয়ে প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম সিকিউর ছত্রাকনাশক গুলে ১০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করুন। ছত্রাকনাশক স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

বালাইনাশকের বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন

বালাইনাশক ব্যবহারের সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

রোপার আগে চারা ৪:৪:৫০ অনুপাতে মিশ্রিত  চুনঃ তুঁতেঃ পানির মিশ্রণ তথা বোর্দ্রো মিশ্রনে চুবিয়ে নিতে হবে। সিকিউর ছত্রাকনাশক (২০ গ্রাম/১০ লিটার পানি) দিয়েও চারা শোধন করা যায়।

অন্যান্য :

আক্রান্ত পাতা তুলে ধ্বংস করুণ।

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।