ফসল : গোল মরিচ
রোগের নাম : হটাৎ ঢলে পড়া রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : চারা , পূর্ণ বয়স্ক , সব
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , কচি পাতা , কান্ডের গোঁড়ায়
ব্যবস্থাপনা :
কপার অক্সিক্লোরাইড জাতীয় বালাইনাশক (যেমনঃ ডিলাইট ৫০ ডব্লিউপি ২০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে ) ১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
রোগমুক্ত কাটিং ব্যবহার করা। পরিচর্যার সময় শিকড়ে ক্ষত করা যাবেনা।
অন্যান্য :
আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না।
তথ্যের উৎস :
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮