ফসল : গোল মরিচ
সেচ ব্যবস্থাপনা :
ভালো ফসল পাওয়ার জন্য গোলমরিচের জমিতে নিয়মিত সেচ দিতে হবে। বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি জমিতে জমতে দিবেন না।
সেচ ও নিকাশ পদ্ধতি :
1 : বৃষ্টি বা অতিরিক্ত সেচের পানি জমিতে জমতে দিবেন না। বেড ও নালা পদ্ধতিতে গোলমরিচ চাষ করুন। এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।