ফসল : সয়াবিন
রোগের নাম : সয়াবিনের উইল্ট রোগ
রোগের কারণ : ছত্রাক
ক্ষতির ধরণ :
ফসলের যে পর্যায়ে আক্রমণ করে : বাড়ন্ত পর্যায় , চারা , পূর্ণ বয়স্ক
ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , কান্ডের গোঁড়ায়
ব্যবস্থাপনা :
আক্রান্ত গাছ অপসারণ করুন । পানি নিস্কাশনের সুব্যবস্থা করুন। অধিক আক্রমণের ক্ষেত্রে ইপ্রিডিয়োন জাতীয় ছত্রানাশক যেমন রোভরাল ২ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে মাটিসহ গাছ ভিজিয়ে স্প্রে করুন।
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
ফসল সংগ্রহের পর পরিত্যাক্ত অংশ পুড়িয়ে ফেলুন।কয়েকবার দানাদার ফসলের চাষ করে পরবর্তীতে সয়াবিনের চাষ করুন।
তথ্যের উৎস :
ফসলের বালাই ব্যবস্থাপনা, মোঃহাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩।