সয়াবিন এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : সয়াবিন

ফসল তোলা : বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত ৯০-১২০ দিন সময় লাগে । ফসল পাকলে গাছ হলদে হয়ে আসে এবং পাতা ঝরে পড়ে ।এই সময় গাছ কেটে ফসল সংগ্রহ করতে হয় ।

সংরক্ষণ : পাকা ফল ভালোভাবে শুকিয়ে নিয়ে বাছাইকরে পরিষ্কার বস্তায় সংরক্ষণ করতে হবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭