করলা এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : করলা

ফসল তোলা : চারা রোপনের ৪০-৪৫ দিন পর থেকে উচ্ছে গাছে ফল আহরন শুরু হয়, তবে করলা গাছে দুইমাস লেগে যায়। স্ত্রী ফুলের পরাগায়নের ১৫-২০ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়। ফল আহরন শুরু হলে তা দুমাস পর্যন্ত চলে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।