চিচিঙ্গা এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : চিচিঙ্গা

ফসল তোলা : চারা গজানোর ৬০-৭০ দিন পর চিচিঙ্গার গাছ ফল দিতে থাকে। স্ত্রীফুলের পরাগায়নের ১০-১৩ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়। ফল আহরণ একবার শুরু হলে তা দুই আড়াই মাস পর্যন্ত অব্যাহত থাকে।

তথ্যের উৎস :

কৃষি তথ্য সার্ভিস (এআইএস)১২/০২/২০১৮