মিষ্টিকুমড়া এর ফসল তোলা এবং সংরক্ষণের তথ্য

ফসল : মিষ্টিকুমড়া

ফসল তোলা : কাঁচা ফল পরাগায়ণের ২০-২৫ দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। ফলে সবুজ রং থাকবে এবং ফল মসৃণ ও উজ্জ্বল দেখাবে। নখ দিয়ে ফলের গায়ে চাপ দিলে নখ সহজেই ভেতরে ঢুকে যাবে। পাকা ফলের জন্য ফলের বোঁটা খড়ের রং ধারণ করবে.ফলের রং হলুদ অথবা হলুদ কমলা রং ধারণ করবে।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ,সেপ্টেম্বর, ২০১৭।