বাঁধাকপি এর বাজারজাত করণের তথ্য

ফসল : বাঁধাকপি

প্রথাগত ফসল পরিবহন ব্যবস্থা :

স্থানীয়ভাবে বাশের ঝুড়ি, চটের বস্তা, ঠেলাগাড়ি এবং রিক্সা ভ্যানে পরিবহন করুন।

আধুনিক ফসল পরিবহন ব্যবস্থা :

প্লাস্টিকের ঝুড়ি, ছিদ্রযুক্ত চটের বস্তা, ঝুড়ি, প্লাষ্টিক কনটেইনারের মাধ্যমে পিকআপ, ট্রাক, ভ্যানে পরিবহন করুন।

প্রথাগত বাজারজাত করণ :

স্থানীয় বাজারে খুচরা/ পাইকাড়ি বিক্রয়।

আধুনিক পদ্ধতিতে বাজারজাত করণ :

প্রকিয়াজাত করে আড়ৎদারের মাধ্যমে হিমযুক্ত কাভার্ড ভ্যানে দূরবর্তী বাজার, সুপার মার্কেট, ও বিদেশে বিপণন করুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।