ঝিঙা এর পুষ্টিমানের তথ্য

ফসল : ঝিঙা

পুষ্টিমান :

প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য অংশের মধ্যে রয়েছে ০.৫ গ্রাম প্রোটিন, ৩৩.৬ মাইক্রো গ্রাম বিটা-ক্যারোটিন, ৫ মিগ্রা ভিটামিন সি, ১৮ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ২৭ মিলিগ্রাম ফসফরাস।

তথ্যের উৎস :

 কৃষি ডাইরি, কৃষি তথ্য সার্ভিস (এআইএস)১২/০২/২০১৮