ফসল : কাঁঠাল
পোকার নাম : কাঁঠালের স্কেল পোকা
পোকা চেনার উপায় : ২-৩ মিমি ডিম্বাকৃতির বাদামি থেকে ধূসর রঙের পোকা বাচ্চাসহ দল বেধে গাছের ডালে শক্ত করে লেগে থাকে। খোলস আঁশের মতো।
ক্ষতির ধরণ : ছোট আকৃতির এ পোকা গাছের পাতা, পাতার বোঁটা, কচি ডগা এবং ফল হতে রস চুষে খেয়ে গাছের ক্ষতি করে । এরা দু’ভাবে ক্ষতি করে থাকে । ফলে আক্রান্ত পাতা, ডগা ও ফলের উপর হলদে দাগ দেখা যায় ।
ক্ষতির লক্ষণ : বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
আক্রমণের পর্যায় : বাড়ন্ত পর্যায়, ফলের বাড়ন্ত পর্যায়
ফসলের যে অংশে আক্রমণ করে : কাণ্ড , পাতা , ডগা , ফল
পোকার যেসব স্তর ক্ষতি করে : লার্ভা , পূর্ণ বয়স্ক
ব্যবস্থাপনা :
আক্রমণের মাত্রা বেশি হলে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ( যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলিলিটার) প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাঁটাই করে দিন।
অন্যান্য :
সম্ভব হলে পোকাসহ আক্রান্ত অংশ অপসারণ করুন। হাত দিয়ে পিষে বা ব্রাশ দিয়ে ঘষে পোকা নিচে ফেলে মেরে ফেলুন।
তথ্যের উৎস :
ফসলের বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় ও তাদের সমন্বিত দমন ব্যবস্থাপনা,কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট,২০০৮।