ফসল : ভুট্টা

পোকার নাম : ভুট্টার সুরুই পোকা

পোকা চেনার উপায় : গাঢ় বাদামি বা কালো ও শক্ত পাখযুক্ত পোকা। মাথা গোল এবং মুখ নিচের দিকে নামানো।

ক্ষতির ধরণ : গোলাজাত দানা ছিদ্র করে কুড়ে শাঁস খেয়ে গুড়া গুড়া করে ফেলে।

আক্রমণের পর্যায় : শীষ অবস্থা, পূর্ণ বয়স্ক

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা , শিকড়

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক , কীড়া

ব্যবস্থাপনা :

প্রতিটন দনা/বীজে ৪-৫ টি ফসটক্সিন/ অ্যালুমেনিয়াম ফনফাইড ট্যাব্লেট দিয়েপাত্রের মুখ ৩-৪ দিন ভাল ভাবে বায়ুরোধী করে বন্ধ রাখুন।এ বিষবাস্প মানুষেরজন্য ক্ষতিকর।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

দানা, বীজ ও বীজপাত্র ভাল ভাবে শুকিয়ে নিন।**পাত্রের মুখ ভাল ভাবে বায়ুরোধী করে বন্ধ করুন।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭

কৃষিতথ্যসার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট