ফসল : তরমুজ

পোকার নাম : ফলের মাছি পোকা

পোকা চেনার উপায় : পূণাঙ্গ পোকার আকার সাধারন মাছির মতোই হয়, পাখা স্বচ্ছ, পা হলুদ, পেট ত্রিকোনাকার ও বাদামি, ঘাড়ের মাঝে লম্বা লম্বি হলদে একটা দাগ আছে।

ক্ষতির ধরণ : এ পোকার আক্রমণে কচি অবস্থায় ফল নষ্ট হয়ে যায়। এ পোকা কচি ফলে ডিম পাড়ে, পরবর্তীতে ডিম থেকে পোকা বের হয় এবং ফলের ভিতর খেয়ে নষ্ট করে ফেলে।

দমন ব্যবস্থা : সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক (যেমন ওস্তাদ ২০ মিলিলিটার অথবা ম্যাজিক অথবা কট ১০ মিলিলিটার) প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে ১০-১২ দিন পরপর ২/৩ বার। ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে।

আক্রমণের পর্যায় : ফলের বাড়ন্ত পর্যায়

ফসলের যে অংশে আক্রমণ করে : ফল

পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

ব্যবস্থাপনা :

বালাইনাশক সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

অন্যান্য :

আক্রান্ত ফল সংগ্রহ করে মাটির নিচে পুতে ফেলতে হবে। ফেরোমেন ফাঁদ (১০ শতাংশে ৩টি হারে)/ বিষটোপ ব্যবহার করুন। ঠিক মতো আছে  কি না বা সময় মতো বদলাতে নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন।

সেক্স ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

তথ্যের উৎস :

সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও বিভিন্ন ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমন, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ২০১৭।