ফসল : বরই
পোকার নাম : ফলের মাছি
পোকা চেনার উপায় : লালচে বাদামি রঙের পোকা দেখতে মাছির মত।
ক্ষতির ধরণ : কীড়া ফল ছিদ্র করে শাঁস খায়। আক্রান্ত ফল খাওয়ার অযোগ্য হয়ে যায় ও ঝরে পরে।
আক্রমণের পর্যায় : ফল পরিপক্ব
ফসলের যে অংশে আক্রমণ করে : ফল
পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া
ব্যবস্থাপনা :
আশ্বিন-কার্তিক মাসে প্রতি ১০ লিটার পানিতে ১০ মিলি রিপকর্ড বা ৫ মিলি সিমবুশ/ ডেসিস মিশিয়ে ১০-১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে কারুন।
বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
পূর্ব-প্রস্তুতি :
জমি পরিচ্ছন্ন রাখা ও চাষ দিয়ে গ্রীষ্মকালে পুত্তলি ধ্বংস করা।
অন্যান্য :
আক্রান্ত বাগান থেকে কুল কুড়িয়ে মাটিতে পুঁতে ফেলুন। কুল গাছে সেক্স ফেরোমোন ফাঁদ ঝুলান।
সেক্স ফেরোমন ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
তথ্যের উৎস :
ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)