ফসল : বরই

পোকার নাম : চেকার বিটল

পোকা চেনার উপায় : ধূসর রঙের বিটল জাতীয় পকা।

ক্ষতির ধরণ : পূর্ণাঙ্গ পোকা রাতে কচিপাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে। বর্ষাকালে আক্রমণ বেশি হয়।

আক্রমণের পর্যায় : পূর্ণ বয়স্ক

পোকামাকড় জীবনকাল : পূর্ণ বয়স্ক

ফসলের যে অংশে আক্রমণ করে : পাতা

পোকার যেসব স্তর ক্ষতি করে : পূর্ণ বয়স্ক

ব্যবস্থাপনা :

সুমি আলফ/ সুমিনিয়ন প্রতি ১০ লিটার পানিতে ২০ মিলি মিশিয়ে গাছের পাতায় ১০ দিন পর পর ২ বার স্প্রে করুন। ক্লোরো পাইরিক্স কীটনাশক হলে ১০ লিটারে ৩০ মিলি মিশাতে হবে।

বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

পূর্ব-প্রস্তুতি :

গাছের আশে পাশে আগাছা পরিষ্কার রাখুন।

তথ্যের উৎস :

ফল উৎপাদনের উন্নত কলাকৌশল, ২০১১, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)