আলু এর বীজ উৎপাদন এবং সংরক্ষণের তথ্য

ফসল : আলু

বীজ উৎপাদন :

সূর্যের আলো পড়ে এমন  উচু বা মাঝড়ি উচু , বেলে বা বেলে দোঁআশ মাটি নির্বাচন করুন। জমি সমতল এবং সেচ নিকাশের ব্যবস্থা রাখুন। জমি গভীর চাষ দিয়ে কিছুদিন রোদে শুকিয়ে নিন যাতে রোগবালাই , আগাছা বিনষ্ট হয়। আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি ঝুর ঝুরে করে নিন, এতে আলুর টিউবার গঠন ভাল হবে। ।  বীজ আলু উৎপাদনের জন্য অন্য জাতের আলু থেকে ৩০ মিটার এবং সমগোত্রীয় অন্য ফসল ( টমেট, বেগুন, মরিচ ইত্যাদি ) থেকে ১৫ মিটার দুরত্ব বজায় রাখুন। বীজ আলু উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ ব্যবহার করুন। 

বীজ সংরক্ষণ:

অধিক দিন বীজ আলু সংরক্ষণের জন্য  হিমাগার সবচেয়ে উপযুক্ত স্থান । তবে এ ক্ষেত্রে কাটা, থেতলা বা রোগবালাই আক্রান্ত  আলু বাছাই করে  তিনটি গ্রেড ( বড়, মাঝারি ও ছোট) করে জালের মত চটের বস্তায় ভরে হিমাগারে রাখতে হবে। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করণ, সেপ্টেম্বর, ২০১৭।