ফসল : কচু

জাতের নাম : বারি মুখীকচু-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ২৪০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : রুপান্তরিত কাণ্ড বা মুখী বীজ হিসাবে ব্যবহার হ্য়।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

খাড়া, মাঝারি আকার, পাতা ও পত্রফলকের সংযোগস্থল সবুজ।

শতক প্রতি ফলন (কেজি) : ১২০ - ১৪০

হেক্টর প্রতি ফলন (টন) : ৩০-৩৫

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৩ কেজি - ৪ কেজি

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

মধ্য মাঘ-মধ্য ফাল্গুন (ফেব্রুয়ারী)।

ফসল তোলার সময় :

বীজ রোপণের ৭-৯ মাস পর।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট৬ষ্ঠ সংস্করনসেপ্টেম্বর২০১৭