কচু এর কৃষি উপকরণ

ফসল : কচু

বীজপ্রাপ্তি স্থান :

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ বিক্রয় কেন্দ্র। সরকার অনুমোদিত বীজ ডিলার। বিশ্বস্ত বীজ উৎপাদনকারী কৃষক।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ বিক্রয়কেন্দ্রের তথ্য পেতে ক্লিক করুন

সার ও বালাইনাশক প্রাপ্তিস্থান :

বীজের মূল্য: প্রতি কেজি ১৫০-১৭৫ টাকা। পরিবর্তনশীল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সার বিক্রয় কেন্দ্র। সরকার অনুমোদিত সার ডিলার। সারের প্রতি কেজি মূল্য ইউরিয়া:১৬.০০, টিএসপি: ২২.০০, ডিএপি: ২৫.০০, এমও পি: ১৫.০০, জিপসাম: ৫.০০১০.০০ (পরিবর্তনশীল), দস্তা সার: ৫০.০০-৮০.০০। গোর/ জৈর সার প্রাপ্তি সাপেক্ষে মূল্য নির্ধারণ হয়। অনুজীব সার বিনায় পাওয়া যায়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

সার ডিলারের তথ্য পেতে ক্লিক করুন

তথ্যের উৎস :

কৃষকের ডিজিটাল ঠিকানা ওয়েব সাইট, ১৩/১২/২০১৭।