ফসল : লেবু

জাতের নাম : বারি লেবু-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)

ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল গোলাকার, বাইরে আবরণ মসৃণ। রসের পরিমাণ ৩২%।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

ফল গোলাকার, বাইরে আবরণ মসৃণ। গাছপ্রতি ফলে সংখ্য ১৮৬ টি।শাঁস সাদা, খুব রসালো, রসের পরিমাণ ৩২%। ভিটামিন সি ৮৪ মি.গ্রা/১০০ গ্রাম লেবু।প্রতিটির গড় ওজন ৮০ গ্রাম।

শতক প্রতি ফলন (কেজি) : ৪৫ - ৪৮

হেক্টর প্রতি ফলন (টন) : ১২

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৬ - ৭ টি

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ

উৎপাদনের মৌসুম : সারা বছর

বপনের উপযুক্ত সময় :

মে থেকে অক্টোবর (জ্যৈষ্ঠ থেকে কার্তিক)। 

ফসল তোলার সময় :

ফাল্গুন-চৈত্রে ফুল আসে এবং আষাঢ়-শ্রাবণ-মাসে ফল সংগ্রহ ।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭