ফসল : লেবু
জাতের নাম : বাউ লেবু ২
জনপ্রিয় নাম : সেন্টেড এলাচি
উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বিএইউ)
ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল গোলাকৃতি, মসৃণ।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
ফল গোলাকৃতি, মসৃণ। উচ্চ ফলনশীল বারমাসি জাত।প্রতিটির গড় ওজন ৮০-১২০ গ্রাম।
শতক প্রতি ফলন (কেজি) : ৮০ - ৯০
হেক্টর প্রতি ফলন (টন) : ২০-৩০
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৬ - ৭
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ
উৎপাদনের মৌসুম : সারা বছর
বপনের উপযুক্ত সময় :
মে থেকে অক্টোবর (জ্যৈষ্ঠ থেকে কার্তিক)।
ফসল তোলার সময় :
জুলাই-আগস্ট বা শ্রাবণ-ভাদ্র।
তথ্যের উৎস :
কৃষিতথ্যসার্ভিস (এআইএস), ১২/০২/২০১৮।