ফলনের গুণগত বৈশিষ্ট্য : কাঁদি ৮ থেকে ১০ কেজি। খোসা মোতা, বীজ থাকে না। তরকারি হিসেবে ব্যবহার করা হয়। সারা বছর পাওয়া যায়। মধুপুরে আনারসের সাথে ফসল হিসেবে চাষ হয়।
জাতের ধরণ : কাচা/আনাজী
জাতের বৈশিষ্ট্য :
গাছের আকার বড়। তবে মজবুত নয়, বিধায় কাঁদি আসার পর গাছে খুঁটি ব্যবহার করা হয়। সারা বছর পাওয়া যায়।
শতক প্রতি ফলন (কেজি) : ৫০ - ৬০
হেক্টর প্রতি ফলন (টন) : ১২ - ১৫
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ
উৎপাদনের মৌসুম : সারা বছর
বপনের উপযুক্ত সময় :
চরম শীত ও বর্ষাকাল ছাড়া বছরের যে কোন সময় কলার চারা লাগানো যায়। তবে চারা লাগানোর সবচেয়ে ভাল সময় হল বর্ষা শেষে আশ্বিন-কার্তিক মাস। এ সময়ে লাগানো চারার ফলন সবচেয়ে বেশি হয়। এ ছাড়া মাঘ ও বৈশাখ মাসে চারা লাগানো যায়।