ফসল : কাঁঠাল

জাতের নাম : বারি কাঁঠাল-১

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

ফলনের গুণগত বৈশিষ্ট্য : সুগন্ধিযুক্ত, অত্যন্ত নরম, রসালো

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

আগাম জাত।মধ্যম আকারের একটি ফলের ওজন ৯.৫ কেজি। সুগন্ধিযুক্ত, অত্যন্ত নরম, রসালো ও দো-রসা প্রকৃতির। মিষ্টতা-২২%।

শতক প্রতি ফলন (কেজি) : ৪৭০ - ৪৭৫

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ, এটেল-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

মধ্য জ্যৈষ্ঠ-মধ্য শ্রাবণ/ জুন-আগষ্ট।

ফসল তোলার সময় :

মধ্য মে বা জ্যৈষ্ঠ মাসে ফল পাকে। 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭। বারো মাস ফল উৎপাদন, মৃত্যুঞ্জয় রায়, ২০১৬।