ফসল : গম

জাতের নাম : বারি গম-২১

জনপ্রিয় নাম : শতাব্দী

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।

গড় জীবনকাল প্রায় (দিন): ১১২

ফলনের গুণগত বৈশিষ্ট্য : দানার রং সাদা, চকচকে,আকার বড়, হাজার দানার ওজন-৪৬- ৪৮ গ্রাম।

জাতের ধরণ : আধুনিক

জাতের বৈশিষ্ট্য :

তাপ সহনশীল হওয়ায় দেরিতে বোনা যায়। ৬৫-৬৯ দিনে শীষ বের হয় । পাকার সময় শীষ হলুদ হলেও নিশান পাতা ও শীষের নিচের দিক সবুজ থাকে।নিশান পাতা আধা হেলানো। শীষ লম্বা প্রতি শীষে দানার পরিমাণ ৪০-৪৫টি।

শতক প্রতি ফলন (কেজি) : ১৫ - ২০

হেক্টর প্রতি ফলন (টন) : ৩.৬-৫.০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ৫০০ গ্রাম - ৫১০ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু , মাঝারি নিচু জমি

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

রবি(নভেম্বরের ২য় সপ্তাহ হতে ডিসেম্বরের ১ম সপ্তাহ)।

ফসল তোলার সময় :

চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে মধ্য চৈত্র।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাত বই, খন্ড-২, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সঙ্গস্করন, সেপ্টেম্বর, ২০১৬।