ফসল : টমেটো

জাতের নাম : বিনা টমেটো-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

ফলনের গুণগত বৈশিষ্ট্য : গোল ও উপরের দিকে সামান্য শিরা আছে।

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

এ জাতের গাছের পাতা হালকা সবুজ এবং কিছুটা ককড়ান।প্রতি গাছে ১৮-২২ টি ফল ধরে। ফলের গড় ওজন ৫০ গ্রাম।

উচ্চতা (ইঞ্চি) : ২৭-৩১

রোপণের সময় চারার বয়স : ২৫ - ৩০ দিন

লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ২০

চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ২০

শতক প্রতি ফলন (কেজি) : ১৪৫ - ১৬১

হেক্টর প্রতি ফলন (টন) : ৩৬-৪০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ০.৮১ - ০.৮২ গ্রাম

প্রতি একর (১০০ শতকে) জমি রোপণ/বপন করতে বীজের পরিমান : ৮১ গ্রাম -

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু , মাঝারি নিচু জমি , অতি নিচু জমি

উপযোগী মাটি : বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

ফাল্গুনের মাঝামাঝি থেকে চৈত্রের শেষ সপ্তাহ( মার্চের প্রথম থেকে এপ্রিলের শেষ সপ্তাহ)

ফসল তোলার সময় :

বপনের ৫৫-৬০ দিন পর।

তথ্যের উৎস :

বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউট, ১৭/০২/২০১৮