উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ( বি জে আর আই)
গড় জীবনকাল প্রায় (দিন): ১১০-১১৫
ফলনের গুণগত বৈশিষ্ট্য : আঁশ ধবধবে সাদা।
জাতের ধরণ : দেশি
জাতের বৈশিষ্ট্য :
আঁশ ধবধবে সাদা। দ্রুত বর্ধনশীল, মৃদু লবণাক্ততা সহিষ্ণু ও মোজাইক ভাইরাস প্রতিরোধী। কান্ড হালকা লাল, পাতা লম্বা ও বল্লামকৃতি। পাতার বোটার উপরিভাগ উজ্জ্বল তামাটে লাল এবং নিম্নভাগে বোটা ও ফলকের সংযোগ স্থলে আংটির মত গাঢ় লাল গোল দাগ আছে।
উচ্চতা (ইঞ্চি) : ১২০-১৪০ ইঞ্চি বা ৩০০-৩৫০ সেন্টিমিটার
শতক প্রতি ফলন (কেজি) : ১২ - ১৩
হেক্টর প্রতি ফলন (টন) : ৩ টন
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ২৮ গ্রাম - ৩২ গ্রাম
উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু
উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ, পলি-দোআঁশ
উৎপাদনের মৌসুম : খরিফ- ১
বপনের উপযুক্ত সময় :
৩০ মার্চ - ৩০ এপ্রিল (১৫ চৈত্র- ১৫ বৈশাখ)।
ফসল তোলার সময় :
বপনের ১১০-১১৫ দিন পর।
তথ্যের উৎস :
কৃষি প্রযুক্তি হাতবই, কেনাফ ও মেস্তা (বিজেআরআই). প্রথম প্রকাশ, জুন-২০০৮। কৃষি ডায়েরি-২০১৫।