ফসল : পাট

জাতের নাম : বিনা দেশি পাট-২

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

গড় জীবনকাল প্রায় (দিন): ১৩০-১৩৫

ফলনের গুণগত বৈশিষ্ট্য : আঁশ সাদা

জাতের ধরণ : দেশি

জাতের বৈশিষ্ট্য :

আঁশ সাদা ,আগাম জাত । কান্ড হালকা সবুজ। জলমগ্ন থাকা কালে অস্থানিক মূল দেরিতে বের হয়। আলোক অসংবেদনশীল।

উচ্চতা (ইঞ্চি) : ১২০-১৪০

শতক প্রতি ফলন (কেজি) : ১২ - ১৩

হেক্টর প্রতি ফলন (টন) : ৩-৩.৩

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ২৮ গ্রাম - ৩২ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি নিচু জমি

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ, পলি-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

ফাল্গুন শেষ সপ্তাহ হতে চৈত্র মাসের শেষ পর্যন্ত (মার্চ-এপ্রিল)।

ফসল তোলার সময় :

বপনের ১৩০-১৩৫ দিন পর।

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, কেনাফ ও মেস্তা (বিজেআরআই), প্রথম প্রকাশ, জুন-২০০৮। কৃষি ডায়েরি-২০১৫।