উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
গড় জীবনকাল প্রায় (দিন): ৯০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল আকারে মাঝারি গোল ও আকর্ষণীয় লাল রঙের।
জাতের ধরণ : হাইব্রিড
জাতের বৈশিষ্ট্য :
এ জাতের প্রতিটি গাছে গড়ে ৩০ টি ফল ধরে। গাছ প্রতি ফলন ১.৫ কেজি। প্রতিটি ফলের গড় ওজন ৫০ গ্রাম। চারা লাগানোর ৬০ দিনের মধ্যে ফল পাকতে শুরু করে। এবং ২০-২৫ দিন ধরে ফল সংগ্রহ করা যায়। গ্রীষ্মকালে ফল ধারণের জন্য হরমোন প্রয়োগের প্রয়োজন হয় না। তবে হরমোন প্রয়োগ করলে ফলন দিগুন করা যায় এবং ফলন অনেক বৃদ্ধি পায়।
লাইন থেকে লাইনের দূরত্ব (ইঞ্চি ) : ২৪
চারা থেকে চারার দূরত্ব (ইঞ্চি) : ১৮
শতক প্রতি ফলন (কেজি) : ১৬০ - ১৬৫
হেক্টর প্রতি ফলন (টন) : ৪০
প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ০.৮ গ্রাম - ০.৮১ গ্রাম