উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
পাতার আকার মাঝারিও বেশি পুরু, কিছুটা গোলাকার, বারি পান -২ এরতুলনায়আগা বেশ চোখা, পাতার রং কালচে সবুজ। বোঁটাবেশ খাটো। পাতার ভিতরের পীঠমসৃণ, শিরা গোলাপী। পাতা তুলনামূলক শক্ত।সাধারণভাবে ১০ দিন সংরক্ষণের পর পাতার আর্দ্রতা কমার পরিমাণশতকরা ৩৩.০৯ ভাগ এবং এ সময়ে জীবাণুর আক্রমণে পঁচাপানের পরিমাণশতকরা ৫২.২১ ভাগ। স্বাদ ঝাঁঝালো ও সুগন্ধযুক্ত।
শতক প্রতি ফলন (কেজি) : ৪০ - ৪১
হেক্টর প্রতি ফলন (টন) : ১০.২৫ টন। ৩২ লাখ পাতা/বছরে।