ফসল : পেঁপে

জাতের নাম : বাদশা

জনপ্রিয় নাম : বাদশা

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : স্থানীয়

গড় জীবনকাল প্রায় (দিন): ৯০-১০০

জাতের ধরণ : স্থানীয় জাত

জাতের বৈশিষ্ট্য :

প্রায় ডিম্বাকার,মাঝারি আকারের। পাকলে শাঁস কমলা লাল।

শতক প্রতি ফলন (কেজি) : ১৩০-১৪৫ -

হেক্টর প্রতি ফলন (টন) : ৩০-৩৫টন

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১.৫ গ্রাম - ২.৫ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : রবি

বপনের উপযুক্ত সময় :

পৌষ (ডিসেম্বর- জানুয়ারি)।

ফসল তোলার সময় :

ফুল আসার ২-৩ মাস বয়সে  ফলের কষ হালকা হয়ে এলে সবজি এবং ৩-৪ মাস পর ফলের গা হালকা হলদে রং দিখা দিলে পাকা ফল তোলা যায়। 

তথ্যের উৎস :

দক্ষিণাঞ্চলের উপযুক্ত কৃষি প্রযুক্তি ,বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।