উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১৪৫
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল মাঝারি চিকন ও সাদা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
অধিক ফলনশীল, জাতটি স্বল্প আলোক সংবেদনশীল বিধায় যদি ১৫-২০ জ্যৈষ্ঠ পর্যন্ত এগিয়ে এনে ২০-২৫ দিনের চারা রোপন করা যায় তাহলে ১০-১৫ কার্তিকের মধ্যে ফসল পাকে। ফলে ডাল, তেল, গম ফসল উপযুক্ত সময়ে বপন করা যায় এবং ফলনে তেমন কোন তারতম্য হয় না।