উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১৩০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল মাঝারি মোটা ও সাদা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
আগাম জাত, আলোক সংবেদনশীলতা নেই। কৃষক তার ইচ্ছামত যেদিন ফসল কাটতে চায় সেদিনই তা পারেন। এজন্য এজাতের জীবনকাল অনুযায়ী কাটার ততদিন পূর্বে বীজ বপন করে ২৫-৩০ দিনের চারা রোপন করতে পারে।