ফসল : পাট

জাতের নাম : এইচসি-২৪

জনপ্রিয় নাম : নেই

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)

গড় জীবনকাল প্রায় (দিন): ১৮০-২১০

ফলনের গুণগত বৈশিষ্ট্য : সাদা আঁশ

জাতের ধরণ : মেস্তা

জাতের বৈশিষ্ট্য :

কান্ড গাঢ় কালচে সবুজ,পূর্বে বেগুনী ছোপ, কান্ডের গায়ে ঘন রোম আছে। পাতা করতলাকৃতি গাঢ় সবুজ, ফুল হাল্কা হলদে রঙের ভেতরে মাঝখানে লালচে খয়েরি রঙের।মেসত্মার ফল ডিম্বাকৃতি ও শীর্ষভাগ সরু। ফলের রঙ লালচে দাগসহ হাল্কা সবুজ। বীজ কিডনি আকারের ও হাল্কা ঘয়েরি রঙ। 

উচ্চতা (ইঞ্চি) : ১২৩

শতক প্রতি ফলন (কেজি) : ১১ - ১২

হেক্টর প্রতি ফলন (টন) : ২.৮৫

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ২৮ গ্রাম - ৩২ গ্রাম

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ- ১

বপনের উপযুক্ত সময় :

০১ চৈত্র থেকে ১৫ বৈশাখ বা মার্চ থেকে এপ্রিল 

ফসল তোলার সময় :

ভাদ্র থেকে আশ্বিন বা অগাস্ট থেকে সেপ্টেম্বর 

তথ্যের উৎস :

কৃষি প্রযুক্তি হাতবই, কেনাফ ও মেস্তা (বিজেআরআই). প্রথম প্রকাশ, জুন-২০০৮। কৃষি ডায়েরি-২০১৫।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ১২-০২-২০১৮।