উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
গড় জীবনকাল প্রায় (দিন): ১২০
ফলনের গুণগত বৈশিষ্ট্য : চাল মোটা।
জাতের ধরণ : উফশী
জাতের বৈশিষ্ট্য :
চারা অবস্থায় ১২-১৪ ডিএস/ মিটার পরিপক্ক অবস্থায় ৮-১০ ডিএস /মিটার লবণাক্ততা সহনশীল। এজাতের ডিগপাতা খাড়া এবং লম্বা, পরিপক্ক অবস্থা পর্যন্ত পাতা এবং কান্ড সবুজ থাকে।