ফসল : আনারস

জাতের নাম : জায়ান্ট কিউ

জনপ্রিয় নাম : কেলেঙ্গা

উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)

গড় জীবনকাল প্রায় (দিন): ৬০০

জাতের ধরণ : উফশী

জাতের বৈশিষ্ট্য :

পাতা কাঁটাবিহীন। নাভি জাত। পাকা আনারস সবুজাভ, শাঁস হালকা হলুদ, চোখ প্রশ্বস্থ ও চ্যাপ্টা, বেশি রসালো। মধুপুর এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয়। প্রতিটি ফল ১.৩-৩ কেজি। এ জাতের আনারস সবচেয়ে বড়, কাঁচা আনারস গাঢ় কালচে সবুজ, পাকার পর সবুজ ছোপযুক্ত কমলা হলুদ রঙের হয়।

শতক প্রতি ফলন (কেজি) : ১২০ - ১৬০

হেক্টর প্রতি ফলন (টন) : ৩০-৪০

প্রতি শতক বীজতলায় বীজের পরিমান : ১০০ - ১১০ টি

উপযোগী ভূমির শ্রেণী : মাঝারি উচু

উপযোগী মাটি : দোআঁশ, বেলে-দোআঁশ

উৎপাদনের মৌসুম : খরিফ-২

বপনের উপযুক্ত সময় :

মধ্য আশ্বিন-মধ্য অগ্রাহায়ণ / অক্টোবর-নভেম্বর

ফসল তোলার সময় :

মধ্য জৈষ্ঠ্য-মধ্য ভাদ্র/ জুন-আগস্ট

তথ্যের উৎস :

ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, মৃত্যুঞ্জয় রায়, ২০১৬, অনিন্দ্য প্রকাশ।

কৃষি প্রযুক্তি হাতবই, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ৬ষ্ঠ সংস্করন, সেপ্টেম্বর, ২০১৭